বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে নির্বাচনী জনসভায় করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অমর সিং রাই সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে একহাত নেন।তিনি বলেন যে ধর্মের নামে রাজনীতি করছে কিছু লোক।ধর্ম মানে দাববিকতা নয়।ধর্ম মানে মানবতা।কিছু লোক নতুন ধর্মের আমদানি করেছে।ওরা ভিতরে কালো বাইরে গেরুয়া। নিজেদের স্বার্থে এসব করছে। এর পাশাপাশি তিনি সেনা ও এনআরসি ইস্যুতে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলে মোদি সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন যে,বাংলায় এনআরসি হবে না।আপনি নাগরিক।উনি আবার কিসের নাগরিকত্ব দেবে।আর তার জন্য আপনাকে আগে বিদেশী হতে হবে।আপনি ছিলেন নাগরিক হলে গেলেন বিদেশী। ওরা আপনাদের বিদেশি বানিয়ে আপনার সম্পত্তি লুটে করে নিবে।নাগরিকত্ব সংশোধনী বিল মানবে না কেউ।আর নিজেদের চৌকিদার বলে,তারা চোর। আমরা চৌকিদার চাই না। এদের বিদাই দিন তা নাহলে আপনাদের সর্বসান্ত করে দিবে।
আরও পড়ুনঃ মোদী-অমিতকে দুর্যোধন আর দুঃশাসন বলে কটাক্ষ মমতার
অপরদিকে রামনবমী নিয়ে বলেন যে,আমি শুনলাম যে কেউ গদা গিয়ে কেউ আবার তলওয়ার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ভোট চাইতে।রাজনীতির সঙ্গে কী সম্পর্ক।গদা দিয়ে কার মাথা ফাটাবেন।আর তলওয়ার দিয়ে কার গলা কাটবেন।মনে রাখবেন এইটা বাংলা।তাই বাংলায় এইসব করে ভোট হয়না।গেরুয়া কারা পড়বে যারা ত্যাগ করবে।যাদের মধ্যে পবিত্রতা থাকবে।আর এরা কারা সৃষ্টি ছাড়া বাঁধন হারা ধান্দাবাজ।
এর পাশাপাশি তিনি আরও বলেন,কি দিইনি শিলিগুড়িকে?কি দিইনি উওরবঙ্গকে?আগেতো কেউ তাকিয়েও দেখতো না।আমি রেলমন্ত্রী থাকাকালীন উত্তরকন্যা,গজলডোবা, বেঙ্গল সাফারি,এশিয়ান হাইওয়ে করিয়ে দিয়েছি। বাগডোগরা বিমানবন্দরে রাতে অবতরণের জন্য জমি নিয়ে কাজ করিয়ে দিয়েছি। স্কুল-কলেজ থেকে শুরু করে সব করে দিয়েছি।আর কি চাই?এত তাড়াতাড়ি এসব ভুলে যাবেন না।আর গত লোকসভা ভোটে দার্জিলিঙে আর ভোটে এস এস আলুওয়ালিয়া জিতে ছিলেন। কিন্তু তাকে কখনও দেখেছেন।কিছু কাজ করেছে কিছুই করেনি।তাই সবাই বলে তোমার দেখা নাইগো তোমার দেখা নাই।তার জন্য দার্জিলিং থেকে পালিয়ে এখন বর্ধমানে গেছে।আর তাই যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ভূমিপুত্র অমর সিংহ রাইকে প্রার্থী করেছি।আমাদের ভোট দিন।বিজেপি কিছুই দেবেন না। দার্জিলিঙ থেকেই দিল্লি জয় শুরু করব আমরা। পাহাড় বা সমতলে ওরা ভোট পাবে না।আমার বিশ্বাস, আপনারা ওদের ভোট দেবেন না।লড়াই চালিয়ে যাবো। দেশের অখণ্ডতা ভাঙতে দেব না।শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যকে কটাক্ষ করেন মমতা।
পাশাপাশি তিনি বলেন যে, কেন দেবেন সিপিএমকে ভোট।বাংলায় সিপিএম একটাও আসন জিতবে না। তাই সিপিএমের বন্ধুদের বলব,তাহলে আমার ভোট ভাঙছেন কেন।কংগ্রেসের বন্ধুদের বলব ভোট নষ্ট করবেন না।তাই আমাদের ভোট দিন।আমরা দিল্লি দখল করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584