কাশ্মীরে নিহত মুর্শিদাবাদের শ্রমিক পরিবারের প্রতি সহমর্মী টুইট মমতার,সাহায্যের দাবি

0
64

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কাশ্মীরে জঙ্গি হানায় মৃত ৫ শ্রমিকদের জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একটি টুইট পোস্ট করে জানান, কাশ্মীরের নির্মম জঙ্গি হানায় মৃত মুর্শিদাবাদের ৫ শ্রমিকের জন্য দুঃখপ্রকাশ করছি। এই মুহুর্তে বলা কোনও কথাই ক্ষতিগ্রস্তদের পরিবারের পরিস্থিতির জন্য যথেষ্ট নয়। খুব শীঘ্রই তাদের পরিবারের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করব।

Mamata tweet about the labor family | newsfront.co
সংবাদ চিত্র

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার কাশ্মীরের কুলগ্রামে একটি শ্রমিক ক্যাম্প থেকে ছয় জন শ্রমিককে অপহরণ করে জঙ্গিরা। এর মধ্যে পাঁচ জনকে গুলি করে হত্যা করলেও এক জন কোনও ভাবে পালিয়ে প্রাণে বাঁচে।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গী হানায় নিহত মুর্শিদাবাদের ৫ শ্রমিক, আহত ১

মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মৃতেরা হলেন নাইমু্দ্দিন সেখ(পিতা- জারজেশ সেখ), মুরসালিম সেখ(পিতা- আমীর হোসেন), রফিকুল সেখ(পিতা-সাদেকুল সেখ), রফিক সেখ (পিতা-গফুর সেখ) ও কামরুদ্দিন সেখ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন জহিরুদ্দিন সরকার (পিতা-আব্দুস সামাদ সরকার)। তাদের প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত বোখারা ১নং গ্ৰাম পঞ্চায়েতের বাহালনগর গ্ৰামে।

আহত জহিরুদ্দিন সরকার কোনো ভাবে সেখান থেকে পালিয়ে প্রানে বাঁচেন। তার পায়ে গুলি লেগেছে। তাকে অনন্তনাগ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here