ওয়েবডেস্কঃ
মমতা বনাম সিবিআই কান্ডে কলকাতার পুলিশ কর্তা রাজিব কুমার কর্তৃক তথ্য প্রমাণ লোপাটের প্রমাণ চাইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈএর নেতৃত্বাধীন বেঞ্চ। এবিষয়ে আগামীকাল ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
চিটফান্ড কাণ্ডে নাম জড়ানো কলকাতার বর্তমান পুলিশ কমিশনার রাজীব কুমারকে কেন্দ্র করে গতকাল রবিবার রাজ্য পুলিশ বনাম সিবিআইয়ের সংঘাত চরম সীমায় পৌঁছায়। পিটিআই সূত্রে খবর , সিবিআই যুগ্ম আধিকারিক পঙ্কজ শ্রীবাস্তবের বক্তব্য, রোজভ্যালি ও সারদা কাণ্ডে তদন্তের স্বার্থে গতকাল তারা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি গিয়েছিলেন। জেরা করে সন্তোষজনক উত্তর না পেলে তারা রাজীব কুমারকে গ্রেফতারও করতেন বলে খবর। সিবিআইএর অভিযোগ রাজ্য পুলিশ তদন্তে তাদেরকে সহযোগিতা করছে না বরং বাধা দিচ্ছে । পরিস্থিতি চরমে পৌঁছায় যখন গতকাল সিবিআই আধিকারিকদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রাজ্য পুলিশের কর্তব্যরত অফিসাররা ।
ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । আবেদনপত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ঘটনার বিস্তৃত বিবরণ সুপ্রিম কোর্টকে জানায় সিবিআই।
সংবিধান অনুযায়ী দেশের দ্বিতীয় আইন অফিসার সলিসিটর জেনারেল । বর্তমানে ঐ পদে আছেন তুষার মেহতা । তিনি জানিয়েছেন ‘দুটো বিষয়ে আবেদন রয়েছে। প্রথমত পুলিশ অফিসারের প্রমানপত্র সরানোর অভিযোগ। একাধিকবার তাকে নোটিশ দেওয়ার পরেও তিনি দেখা করেননি । আর দ্বিতীয়তঃ ওই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে যারা রাজনৈতিক ধর্নায় অংশগ্রহণ করেছেন ।’
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সিবিআইয়ের আবেদনপত্রের প্রত্যুত্তরে জানান”আজ সকালে আপনারা যে আবেদন পাঠিয়েছেন আমরা সেটি পড়েছি । প্রকৃতপক্ষে আমরা এটির অপেক্ষাতেই ছিলাম । তবে আবেদনপত্রে প্রমাণ সরানোর ব্যাপারে কিছুই নেই।”
তবে প্রধান বিচারপতি আরও জানিয়েছেন ” যদি কোন পুলিশ অফিসার বা কেউ প্রমাণ সরানোর কথা ভেবে থাকে তাহলে সে বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব যে এতে তারা অনুতপ্ত হবেন ।”
প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে আগামীকাল তাদের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত প্রমাণ এর রেকর্ড নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করার অনুমতি দিয়েছেন ।
(ফিচার ছবি সৌজন্যে-লাইভ ল্য ডটকম)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584