নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আমপানের জেরে বিধ্বস্ত রাজ্য। এই অবস্থায় যাতে ২৫ মে থেকে রাজ্যে বিমান পরিষেবা চালু করা না হয় সেই অনুরোধ করেছেন কেন্দ্রের কাছে। শনিবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিন, তিনি যেন এই মর্মে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে আবেদন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, এই অবস্থায় রাজ্যে যাঁরা আসবেন থাকবেন কোথায়, কলকাতায় ২৫-র বদলে ৩০ মে এবং বাগডোগরাতে ২৮ মে বিমান পরিষেবা চালু হোক।
আরও পড়ুনঃ গ্রামে বিদ্যুৎ কবে স্বাভাবিক হবে জানা নেই মুখ্যমন্ত্রীরও
উল্লেখ্য ২৬ মে পর্যন্ত বাংলায় শ্রমিক স্পেশাল ট্রেন চালানো বন্ধ করার আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি লিখেছেন মুখ্যসচিব। রেলের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দেওয়া হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584