নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নন্দীগ্রামের পূর্ব নির্ধারিত সভায় যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭জানুয়ারির ওই সভায় কেন হাজির থাকবেন না মুখ্যমন্ত্রী! বিষয়টি নিয়ে বিভিন্ন জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছিল। কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতিও। দিলীপ ঘোষ বলেন, ৮ জানুয়ারি নন্দীগ্রামে বিজেপির সভার জন্যই মুখ্যমন্ত্রী দলের সভা এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন, “এরপর অনেক জায়গাতেই ওনার যাওয়া বন্ধ হয়ে যাবে।”
অবশেষে তৃণমূল ভবন থেকে বিষয়টি খোলসা করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বর্ষীয়ান এই নেতা বলেন, “রামনগরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা অখিল গিরি ছিলেন নন্দীগ্রামের সভার মূল উদ্যোক্তা। কিন্তু তিনি করোনা পজিটিভ। তাঁকে বাদ রেখে ওই সভা করা হবে না তাই পুরো সভাই বাতিল করা হয়েছে।”
সুব্রতবাবু সাফ জানিয়েছেন, “৭ জানুয়ারির পূর্ব নির্ধারিত ওই সভা আপাতত স্থগিত করা হয়েছে, পরে একদিন ওই সভা হবে।”
শুভেন্দু অধিকারীর দলত্যাগের পরেও যে নন্দীগ্রামে তৃণমূলের জনভিত্তি অটুট আছে তা প্রমাণে ৭ জানুয়ারি সেখানে সভার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে সেই সভায় হাজির থাকবেন বলেও জানান। নেত্রীর ঘোষিত সভা বাতিলের পরিস্থিতি সাম্প্রতিককালে বিরল ঘটনা।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে শুভেন্দুর বিরুদ্ধে ‘দূর হটো’ স্লোগানে বিক্ষোভ তৃণমূলের
বিশেষ করে তৃণমূলের রাজনৈতিক উত্থানে নন্দীগ্রাম জমি আন্দোলনের বড় ভূমিকা রয়েছে। মাত্র কয়েকদিন আগেই এই নন্দীগ্রামেরই তৃণমূল বিধায়ক তথা জমি আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী পদত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন। সেই নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিলের খবরে বিস্তর আলোচনা তৈরি হয় রাজনৈতিক মহলে।
প্রশ্ন উঠে আসতে থাকে, তাহলে কী একদিনের ব্যবধানে শুভেন্দু অধিকারীর জমায়েতের চ্যালেঞ্জ মোকাবিলার সাহস দেখালো না তৃণমূল? নাকি, সভায় নিজে না গিয়ে শুভেন্দুর সভার বাড়তি প্রচারে জল ঢেলে দিলেন তৃণমূল সুপ্রিমো! সারাদিনের একরকম জল্পনার পরে অখিল গিরির করোনা আক্রান্ত হওয়ার কারণে সভা স্থগিতের ঘোষণা করে বিতর্কে জল ঢেলে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584