বাজেয়াপ্ত কয়েক বস্তা নকল ডিটারজেন্ট পাউডার আটক ব্যবসায়ী

0
111

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বহুদিন ধরে অবৈধভাবে বাজারে দামি কোম্পানীর ডিটারজেন্টের নাম করে নকল পাউডার তৈরি করে বাজারে বিক্রি করছিল এক ভুসিমাল বিক্রেতা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে, পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বরোদ্রশ্রী মার্কেটের একটি ভুসিমাল দোকান থেকে নকল ডিটারজেন্ট পাউডার এর সন্ধান পেল পাওয়ার ডিটারজেন্ট কোম্পানী।

rescue duplicate detergent | newsfront.co
দোকান থেকে উদ্ধার নকল ডিটারজেন্টের বস্তা। নিজস্ব চিত্র

এই ঘটনার পর বুধবার বিকেলে পাওয়ার ডিটারজেন্ট কোম্পানী এগরা শহরে এসে জেলা পুলিশের সহযোগিতা নিয়ে মা মেনকা ভাণ্ডার নামক একটি ভুসিমাল দোকান থেকে প্রায় ৬৫ টি নকল ডিটারজেন্ট পাউডারের বস্তা বাজেয়াপ্ত করে। এমনকি এ ঘটনায় যুক্ত দোকানের মালিক বাদল চন্দ্র বেরাকে গ্ৰেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ জমে থাকা শুকনো ঘাসেই জলদাপাড়ায় অগ্নিকাণ্ড অভিমত বন আধিকারিকদের

এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও, এ প্রসঙ্গে কোম্পানীর এক কার্যকর্তা জানান, আমরা বহুদিন ধরে এই রকম খবর পেয়েছিলাম যে বাজারে আমাদের কোম্পানীর নাম করে কিছু সংস্থা ডুবলিকেট মাল সরবরাহ করছে।

আমরা সেসব মাল টেস্টের জন্য ল্যাবে পাঠাই এবং দেখি সেখানে নিম্নতম সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে এই সব জিনিসপত্র, অবশেষে গোটা বিষয়টি আমরা পুলিশ প্রশাসনের কাছে জানাই,এরপরে পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি, এবং বাজেয়াপ্ত করি এইসব নকল জিনিসপত্রের বেশ কিছু বস্তা। আমরা চাই ক্রেতারা যাতে এইসব জিনিস থেকে দূরে থাকে, আর তারা যেন সব সময় সঠিক জিনিস পান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here