নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মাঝেরডাবড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুবুন দাস (রায়)-র মেয়ে কথিকা রায়ের আজ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সোমবার তার বাবা মানস রায় নির্মলা গার্লস হাই স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারের প্রায় ১৮০ জন আবাসিককে কলা, আপেল, আম ,আঙ্গুর, কেক, ফ্রুটি, মাস্ক ইত্যাদি বিতরণ করলেন।

কথিকার বাবা মানস বাবু জানান, “তার মেয়ের আজ জন্মদিন। নয় থেকে দশ বছরে পদার্পণ করলো তার মেয়ে। সে পঞ্চম শ্রেণীতে পড়ে মাঝেরডাবড়ী হাইস্কুলে। বাড়িতে তার কোন জন্মদিনের উৎসব হয়নি। আবাসিকদের মধ্যেই আজ তার জন্মদিন পালন করা হয়। জন্মদিনে তিনি আবাসিকদের কিছু ফল বিতরণ করেন।”
আরও পড়ুনঃ করোনাকে হারাতে এবার নতুন থিম ‘বর্ষায় ডুয়ার্স’

এদিন কথিকা নিজেই আবাসিকদের হাতে ফলের প্লেট সাজিয়ে তুলে দেন। আবাসিকরা ‘হ্যাপি বার্থডে’ বলে হাততালি দিয়ে তাকে উৎসাহিত করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584