নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদঃ
একদিকে যখন জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে চিন্তায় পড়েছে আমজনতা। রাজ্য জুড়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যখন রাস্তায় নেমেছে শাসকদল। ঠিক সেই সময় আজ দুপুরে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় মৃতুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নুরুল হুদা নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রানীনগর থানার অন্তর্গত সেখপাড়া বাজার এলাকায়।

স্থানীয় সুত্রে জানা যায় যে, রান্নার গ্যাস জ্বেলে সাংসারিক অন্য কাজ করছিলেন ঐ ব্যক্তি। দুর্ভাগ্যবশত গ্যাস লাইন বন্ধ না করে আগুন জ্বালিয়ে ঘরের অন্য স্থানে কাজ করতে গেলে সিলিন্ডারে আগুন লেগে যায়, পরে ব্লাস্ট হয়। ওই ঘটনায় তার এক ছেলেও আহত হয়েছে বলে খবর।

সূত্রের খবর, ঐ ব্যক্তি ব্যাবসার জন্য একাধিক গ্যাস সিলিন্ডার বাড়িতে মজুত রাখতেন। ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। আগুন ভয়াবহ আকার ধারন করলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

ঘটনার খবর পেয়ে রাণীনগর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি পাঠানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584