ভাস্কর ঘোষ, ফারাক্কা : লড়ির ধাক্কায় এক টোটো চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার শঙ্করপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাফাউল শেখ ( ৪৮)। সামশেরগঞ্জ থানার ধুলিয়ান এলাকায় তাঁর বাড়ি। সে পেশায় একজন টোটো চালক ছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। স্থানীয়রা ঘাতক লড়িটিকে ঘিরে ধরে ভাঙচুর চালায়। খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেখানের পরিস্থিতি সামাল দেয়। চালক সহ ঘাতক লড়িটিকে আটক করে ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সাফাউল শেখের একটি টোটো গাড়ি রয়েছে। এদিন সকালে তিনি যাত্রী তোলার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কে ফরাক্কা থানার শঙ্করপুর মোড়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদার দিক থেকে আসা একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সামনের চচাকা দিয়ে পিষে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার জেরে স্থানীয় মানুষজনেরা উত্তেজিত হয়ে লড়িটিকে আটক করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। অবশ্য পুলিশের হস্তক্ষেপে তা দ্রুত নিয়ন্ত্রনে আসে।
ফরাক্কা থানার আইসি উদয়শংকর ঘোষ জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালক সহ ঘাতক লড়িটিকে আটক করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584