সায়নিকা সরকার, মালদহঃ
নিজের জন্মদিনে ব্লাড ব্যাঙ্কে রক্ত দিয়ে নজির তৈরি গড়লেন ভাস্কর ঘোষ নামে এক যুবক।এই সময়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে। জেলা বা বাইরে থেকে বহু রোগী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসে রক্ত সংকটে নাজেহাল হচ্ছেন। অনেক রোগীর রক্তের প্রয়োজন হয়, কিন্তু রক্ত না থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা।
২৫ বছরের যুবক ভাস্কর ঘোষের বাড়ি ইংরেজবাজার শহরের মকদমপুর এলাকায়। রক্ত দানের পাশাপাশি নিজের পরিবারের পাঁচজন সদস্যের মরণোত্তর দেহদান করিয়েছেন তিনি। ভাস্কর বর্তমানে পড়াশোনা করার পাশাপাশি সমাজসেবার কাজে যুক্ত। তার বাবা ভক্তিপদ ঘোষ একজন পুলিশকর্মী।
আরও পড়ুনঃ দুঃস্থ ছাত্রছাত্রীদের বই, মাস্ক বিলি এসএফআইয়ের
তিনি ইসলামপুর কোর্টে এ এসআই পদে নিযুক্ত। মা নীলিমা ঘোষ গৃহবধূ। আজকের এই শুভ জন্মদিন উপলক্ষে ভাস্কর সহ তার মা নীলিমা ঘোষ ,বাবা ভাস্কর ঘোষ, বোন মোনালিসা ঘোষ, তার মাসি উমা ঘোষ, ও মেসোমশাই গৌতম যাদব ও পরিবারের একজন সদস্য মরণোত্তর দেহ দান করলেন।
আজকের এই দিনটিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। ছিলেন মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সহ অন্যান্য অতিথিরা। এদিন ৩০ জন রক্তদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584