করোনা আক্রান্ত বৃদ্ধা মা, প্রাণের ভয়ে ফেলে পালাল ছেলে

0
77

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

করোনার আতঙ্কে ফুঁসছে গোটা দেশ। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি সামাল দিতে বেসামাল স্বাস্থ্য ব্যবস্থা। বেডের সমস্যা, অক্সিজেনের অভাবে ধুঁকছে দেশ। এমনাবস্থায় এক অমানবিকতার দৃশ্য দেখল মালদা।

corona pandemic | newsfront.co
প্রতীকী চিত্র

মালদার মানিকচকের কামালপুর এলাকায় বয়স্ক মা করোনা আক্রান্ত হওয়ায় ছেড়ে পালালেন ওই বৃদ্ধার ছেলে ও পরিবারের বাকি সদস্যরা। বাড়িতে পড়ে রইলেন বৃদ্ধা ও তার স্বামী। মুখ ফিরিয়েছিলেন প্রতিবেশীরাও। গত সোমবার করোনা রিপোর্ট পজিটিভ আসে ওই বৃদ্ধার তারপরই ঘটে এই ঘটনা। স্বাস্থ্য দফতর খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠালেও সাহায্য করতে এগিয়ে আসেনি কেউই। অবশেষে মানিকচক বিএমএইচও এসে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ অক্সিজেনের অভাবে রোগী ভর্তি নেওয়া বন্ধ করল ন্যাশনাল মেডিক্যাল কলেজ

উল্লেখ্য, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৭জন করোনা রোগীর। সংক্রমণও লাগামছাড়া, একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৮,৪৩১। পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here