মোহনা বিশ্বাস, উত্তর ২৪ পরগণাঃ
করোনায় কাবু গোটা বিশ্ব। ভারতেও বেশ ভালো প্রভাব ফেলেছে কোভিড-১৯। ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। তাই করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, অফিস সহ বিভিন্ন কর্মসংস্থান। ইতিমধ্যেই কাজ হারিয়েছেন বহু মানুষ। অনাহারে ভুগছেন দিন আনা খেটে খাওয়া মানুষরা। পরিস্থিতির শিকার হয়েছেন এমন মানুষের সংখ্যাও নেহাৎ কম নয়।

এহেন পরিস্থিতিতে দুঃস্থদের পাশে দাঁড়ালেন বরানগরের বাসিন্দা সুমন কর। লকডাউন শুরু হওয়ার দিন থেকে কখনো রান্না করা খাবার আবার কখনো ড্রাই ফুড দিচ্ছেন দুঃস্থ মানুষগুলিকে। এর আগে থেকেই নানান সামাজিক কাজে যুক্ত ছিলেন সুমন। বাইক কেনার জন্য অনেকদিন থেকেই টাকা জমিয়েছিলেন সুমন।
আরও পড়ুনঃ আসছে পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেন, রেলস্টেশন পরিদর্শন পুলিশ সুপারের

কিন্তু লকডাউনে মানুষের এই অসহায় অবস্থা দেখে মন কেঁদেছিল তাঁর। তাই বাইক কেনার জন্য যে টাকা জমিয়েছিল সুমন, সেই টাকা দিয়েই দেশের এই কঠিন পরিস্থিতিতে দুঃস্থদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি।
১০মে, রবিবার মাতৃদিবস উপলক্ষে নিজে রান্না করে ৪০০জন পরিযায়ী শ্রমিককে খাবার দিয়েছেন সুমন কর। এই কাজে টিম সোহম, হাসিখুশি ক্লাব ও বরানগর ব্যবসায়ী সমিতি তাঁর পাশে রয়েছে। দেশের এই দুর্দিনে সমাজসেবী সুমন কর যেভাবে অভুক্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584