ওয়েব ডেস্ক, মধ্যপ্রদেশঃ
ফের অন্ধ কুসংস্কারের বলি হলেন এক মহিলা। দেবতাকে খুশি করতে গিয়ে স্ত্রীর মুণ্ডচ্ছেদ করলো স্বামী। সম্প্রতি নারকীয় এই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের বসউদা গ্রাম। কুসংস্কারাচ্ছন্ন ওই ব্যক্তির নাম ব্রজেশ কেওয়াত (৫০)।
দুই সন্তান মনোজ ও সুরেন্দ্র’র সামনেই তাদের মায়ের গলা কেটে দেবতার পায়ে অর্পণ করে বাবা ব্রজেশ। যদিও এই ঘটনার পরেই পালানোর চেষ্টা করেছিল ‘গুণধর’ স্বামী। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি। পুলিশের জালে ধরা পড়ে যায় ব্রজেশ।
পুলিশ সূত্রে খবর, এর আগেও দেবতার সামনে একই কারণে একটি ছাগল বলি দিয়েছিল সে। এবার বলি দিল নিজের স্ত্রীকেই। মধ্যরাতে স্ত্রী’র মুণ্ডুচ্ছেদ করার সময়ই তার দুই ছেলে তা দেখতে পেয়ে যায়। এরপর তাদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বলে ব্রজেশ।
আরও পড়ুনঃ সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী
কিন্তু ছেলেরা সেখান থেকে কোনোক্রমে পালিয়ে প্রতিবেশীদের বিষয়টি জানায়। এরপর প্রতিবেশীরাই খবর দেয় থানায়। পুরো ঘটনা শোনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ব্রজেশের স্ত্রীকে।
আরও পড়ুনঃ দুর্গাপুজো নিয়ে ভুয়ো মেসেজ ছড়ানোয় গ্রেফতার ২
ওই মহিলার কাটা মণ্ডুটি দেবতার পায়ের কাছে পড়ে থাকতে দেখেন পুলিশ আধিকারিকরা। এরপর পুলিশ দেখেই পালানোর চেষ্টা করে ব্রজেশ। কিন্তু ব্যর্থ হয় সে। অবশেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584