শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনের মধ্যে এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধেই। বৃহস্পতিবার দুপুরে গড়ফার মণ্ডলপাড়ায় এই চাঞ্চল্যকর অভিযোগ শুনে ছুটে যায় পুলিশ। এদিকে পুলিশ আসার অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিবেশীরা। থামাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকর্মীদেরও। জিজ্ঞাসাবাদের জন্য ওই মৃত যুবকের বাবা মা এবং ভাইকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম পূর্ণেন্দু মণ্ডল (৪০)। মাঝেমধ্যেই ওই যুবককে বাড়িতে হেনস্থা করত বাবা মা এবং ভাই। বুধবারও দিনভর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওই পরিবারের বিরুদ্ধে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রেখে তারপর ওই যুবককে হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ আমপানে ‘কানা’ কলকাতা পুলিশ! ক্ষতিগ্রস্ত শহরের ৮৫ শতাংশ সিসিটিভি
এদিকে ঘটনার পর ঘর থেকে পালাননি অভিযুক্তরা। স্থানীয় সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের আটক করতে গেলে ওই এলাকায় গেলে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। উত্তেজিত জনতা অভিযুক্তদের তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে। কিন্তু পুলিশ তা মানতে চায়নি। ফলে পুলিশকেও আক্রান্ত হতে হয়। এদিকে ওই বাড়িও ভাঙচুর করা হয়।এরপর কোনওরকমে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বাড়িটি সিল করে দেওয়া হয়। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584