রিজেন্ট পার্কে বচসার মাঝে আচমকা গুলি চালিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুন

0
65

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শেষ বার কথা বলার জন্য প্রকাশ্য রাস্তায় প্রাক্তন প্রেমিকার পথ আটকে কথা বলতে চেয়েছিলেন তরুণ। কিন্তু বছর কুড়ির ওই তরুণী তাতে রাজি না থাকায় চূড়ান্ত মাশুল দিতে হল তাকে। আচমকা পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে সরাসরি ওই তরুণীর ওপর চালিয়ে দেয় ওই যুবক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই তরুণীর। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার পশ্চিম আনন্দ পালিত রোডে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই অভিযুক্ত যুবক।

Shoot | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়ঙ্কা পুরকাইত। তিনি স্থানীয় ওমেনস ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশ জানতে পেরেছে, যে যুবক গুলি চালিয়েছে তার নাম জয়ন্ত হালদার। ওই এলাকারই বাসিন্দা সে।প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সকালে ওই তরুণী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর পথ আটকায় ওই যুবক। তারপরেই তরুণীর সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়। কোনও একটি বিষয়ে মানতে একবারই নারাজ ছিলেন ওই তরুণী। এরপরই আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে তরুণীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তরুণী লুটিয়ে পড়লে চম্পট দেয় সে।

আরও পড়ুনঃ শান্তির ললিত বাণী বিতরণ করে বেড়াবো? পোস্টের জবাবে পাল্টা প্রশ্ন দিলীপের

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জয়ন্তের সঙ্গে প্রিয়ঙ্কার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি কোনও কারণে দু’জনের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু এই ভেঙে যাওয়া সম্পর্ক মেনে নিতে পারেননি জয়ন্ত। তিনি মাঝে মাঝেই তরুণীর সঙ্গে দেখা হলে তাকে বোঝানোর চেষ্টা করতেন। সম্ভবত এদিন তিনি হয় বোঝাবেন উচিত শিক্ষা দেবেন বলে আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি হয়ে এসেছিলেন। তার ফলাফলেই প্রকাশ্য রাস্তায় এই খুন! প্রিয়াঙ্কার দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শী জিজ্ঞাসাবাদে পাশাপাশি ওই যুবকের স্কেচ আঁকানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কথা বলা হবে মৃত তরুণী প্রিয়াঙ্কা এবং অভিযুক্ত যুবক জয়ন্তের পরিবারের সঙ্গেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here