চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন ফরোয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী

0
94

মনিরুল হক, মেখলিগঞ্জ:

চ্যাংরাবান্ধা উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা করা হল ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীকে।এর আগে ওই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন মেখলিগঞ্জের তৃনমূলের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।দলীয় বিধায়ককে সরিয়ে দিয়ে ফরোওয়ার্ড ব্লকের নেতাকে ওই পদে বসানোয় জেলার রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের ধারনা প্রাক্তন খাদ্যমন্ত্রীর দল বদল করে তৃনমূল কংগ্রেসে যোগদান করা এখন সময়ের অপেক্ষা। যদিও এ বিষয়ে ফরোয়ার্ড ব্লক নেতা ও মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক পরেশ অধিকারী সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তৃনমূলের মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন,” আমি তৃনমুলে কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক। তিনি যাকে খুশি তাকে ওই দায়িত্ব দিতে পারেন। এই দায়িত্ব পরেশবাবু পাওয়া আমার খুব ভালোই হলো। আমরা একজন কাজের মানুষ ও লড়াকু মানুষ পেলাম তৃনমুলের সৈনিক হিসেবে। এতে আমার কোন আপত্তি নেই।”

পরেশ অধিকারী

প্রসঙ্গত, তিনি বাম জামানায় ১৯৯১ সালে সারাভারত ফরোয়ার্ড ব্লক দলের বিধায়ক হন। তারপর ২০০১- ২০১১ পর্যন্ত তিনি এটা ধারে বিধায়ক ছিলেন। মাঝে তিনি বামফ্রন্ট সরকারের পাঁচবছর খাদ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরেশ অধিকারীকে চ্যাংরাবান্ধা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করায় তার তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা বলে জোর জল্পনা জেলার রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here