আদালত অবমাননা!

0
106

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ঘাবড়ে গেলেন? ভাবছেন এমন একজন জনপ্রিয়, মিষ্টি স্বভাবের, সুন্দরী, সামাজিক কর্মী-অভিনেত্রী জুহি চাওলা এমন কাজ কেন করলেন? না না, আদালত অবমাননা অভিনেত্রী- পরিবেশকর্মী জুহি চাওলা করেননি। তিনি দেশে ফাইভ-জি পরিষেবা চালুর বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেন।

actress juhi chawla | newsfront.co

চলছে মামলার ভার্চুয়াল শুনানি। জুহির আলোকপাত করা বিষয়টিও বেশ গুরুতর। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু হঠাতই ছন্দপতন। কেমন সেই ছন্দপতন? শুনানি চলাকালীনই হঠাৎ এক ব্যক্তি গেয়ে উঠলেন জুহি অভিনীত জনপ্রিয় ছবি ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-র গানের দু’ কলি- ‘ঘুংঘট কি আড় সে দিলবর কা’। গান ডিভাইসে ভেসে আসতেই হতবাক সকলে। এ কী কাণ্ড!বিচারপতি জে আর মিধা ওই ব্যক্তিকে ডিভাইস ‘মিউট’ করার নির্দেশ দেন। এখানেই শেষ নয়।

আরও পড়ুনঃ পথে পথে মেহতাব-দেবজ্যোতির ‘পথবন্ধু’, সাহায্য অসহায়দের

এরপরেও আরও দুই ব্যক্তি গেয়ে ওঠেন জুহি অভিনীত ছবির গান। একজন গেয়ে ওঠেন — ‘লাল লাল হোটো পে গোরি কিসকা নাম হ্যায়’। অন্যজন সুর ভাজেন- ‘মেরি বান্নো কি আয়েগি বারাত’। এক গুরুত্বপূর্ণ আইনি সভায় এহেন আচরণ নিঃসন্দেহে আপত্তিজনক।গোটা ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট। এমনকী ওই ব্যক্তিকে আদালত অবমাননার নোটিস ধরানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ ‘মৌচাক’-এ জমেছে আজ মৌ গো

শুধু তাই নয়, জানা গিয়েছে ওই ব্যক্তি বা ব্যক্তিদের ওই জাতীয় আচরণের তথ্য দিল্লি পুলিশের হাতে তুলে দেবে আদালত। এরপর পুলিশ ওই ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।নেট দুনিয়ায় একটা প্রশ্ন ঘুরছে অহরহ, কেন্দ্রের দ্বারস্থ না হয়ে সরাসরি আদালতে কেন এলেন এই অভিনেত্রী? একই প্রশ্ন তুলেছে দিল্লি হাইকোর্টও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here