সংক্রমণ থেকে বাঁচতে রাজপথে যমরাজ, সচেতনতার সাথে মাস্ক বিতরণ সংস্থার

0
37

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা আতঙ্কে কাঁটা গোটা বিশ্ব, সেই সাথে থমকে গিয়েছে এদেশও। যার ফলে বন্ধ সব কিছুই। এই পরিস্থিতিতে দ্রুত পরিবর্তনের চেষ্টা করছে প্রশাসন। যার কারণে বারবার প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, এই পরিস্থিতিতে অকারণে ঘর থেকে বের হওয়া নিজের ও পরিবারের জন্য কতটা ক্ষতিকর।

Yumraj | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু তা সত্ত্বেও লকডাউন উপভোগ করতে, একদল লোক প্রতিদিন রাস্তায় বের হচ্ছেন। কেউ আবার বন্দি দশা ঘুঁচিয়ে ফুরফুরে বাতাস নিতেই নেমে পড়ছেন রাজপথে। এই অবস্থায় করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবার পথে নামলেন স্বয়ং যমরাজ। শুধু তাই নয়, সকলকে আবেদন করলেন ঘরে থাকারও। আর বৃহস্পতিবার দিনভর আলিপুরদুয়ারের ফালাকাটায়, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এবং লকডাউন মেনে চলার বার্তা নিয়ে এবার রাস্তায় নামলেন মৃত্যু দূত।

awareness | newsfront.co
রাজপথে যমরাজ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফিরবে ভিনরাজ্যের শ্রমিকরা, স্টেশন স্যানিটাইজের কাজ শুরু মালদহে

পাশাপাশি রাজ্য থেকে করোনাকে হটাতে, ফালাকাটাবাসী যাতে আরও কঠোর ভাবে লকডাউন মেনে চলে, তাই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন শহরের বিভিন্ন রাস্তায় যমরাজ সেজে ঘুরে বেরিয়ে বিভিন্ন সচেতন মূলক বার্তা দিচ্ছে নগরবাসীকে।

corona awareness | newsfront.co

পাশাপাশি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্কও বিলি করা হয় ।কালো পোশাক, হাতে গদা যমরাজের সাজে অপূর্ব দাস জানান, ‘‘করোনা ভাইরাসের ভয়ঙ্কর দিকটা বোঝাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সাধারণ মানুষকে মূলত সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here