শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
আবারও মানবিক মুখ দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের।গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার পলাশডাঙ্গা গ্রামের বাসিন্দা মন্টু সরকার ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে প্রচন্ড গরমে সান স্ট্রোকের কারনে বালুরঘাট বিডিও অফিসেই অসুস্থ হয়ে পরেন।

এবং সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর মন্টু সরকারের পরিবার যাতে ভেসে না যায় সেই উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ নিরব প্রশাসন, ওভারলোডিং গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের
২৩ শে সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাট মহকুমার মহকুমা প্রশাসনের সাহায্যে বিপর্যয় মোকবিলা দফতরের মাধ্যমে মন্টু সরকারের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।মন্টু সরকারের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বালুরঘাট মহকুমার মহকুমা শাষক ঈশা মুখার্জি স্বয়ং উপস্থিত হন।
তার সাথে উপস্থিত ছিলেন বালুরঘাট মহকুমার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক সঞ্জয় মৌলিক,বালুরঘাটের বিডিও অনুজ শিকদার সহ অন্যান্য আধিকারিকগন।একটি অসহায় পরিবারকে আর্থিক অনটনে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচাতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584