‘রান্নাবান্না’য় মানালি

0
259

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নব বিবাহিতা অভিমন্যু ঘরণী মানালি দে থুড়ি মানালি মুখার্জি। টলিউডের বহুল পরিচিত নায়িকা তিনি। চলচ্চিত্র পরিচালক অভিমন্যু মুখার্জির সঙ্গে সম্প্রতি বিয়ে হয়েছে অভিনেত্রীর।

ranna banna | newsfront.co

নতুন সংসারের গিন্নি তিনি। শাশুড়িকে সঙ্গে নিয়ে এবার তিনি হাজির হতে চলেছেন স্টার জলসার’রান্নাবান্না’তে। আগামী ৬ ফেব্রুয়ারি শাশুড়িকে সঙ্গে নিয়ে তিনি হাজির হবেন অপরাজিতা আঢ্যর কিচেনে। রাঁধবেন ‘মাটন ঝাল’।

rannaghor | newsfront.co

বাকিটা জানতে হলে দেখতে হবে ‘রান্নাবান্না’।অপরাজিতা আঢ্যর সঙ্গে এর আগেও স্ক্রিন শেয়ার করেছেন মানালি। রান্না বিষয়ক শর্ট ফিল্মেও কাজ করেছেন দুজনে একসঙ্গে।

আরও পড়ুনঃ মহাসপ্তাহে চমকে দেবে গঙ্গারাম

এবার স্টার জলসার ‘রান্নাবান্না’তে একা নন, জুরিদার হিসেবে থাকবেন স্বয়ং শাশুড়ি মাতা। ৬ ফেব্রুয়ারি চোখ রাখতে ভুলবেন না দুপুর সাড়ে ১২ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here