নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম এক্সিট পোলের মাধ্যমে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার হেরে যাওয়ার খবর সম্প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী মানস ভুঁইয়া নিজেই।আজ মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে মানসবাবু জানান, “বিজেপি একাংশ সংবাদ মাধ্যমের সহযোগীতায় লোকসভা নির্বাচনের যে সম্ভাব্য ফলাফলের খবর সম্প্রচার করছেন,তা সম্পূর্ণ অসত্য।এই ধরনের খবরের মাধ্যমে মানুষের মধ্যে গুজব রটানোর চেষ্টা করছে বিজেপি।
আরও পড়ুনঃ মানসের সমর্থনে পশ্চিম মেদিনীপুরে অভিষেকের জনসভা
এই ধরনের অসত্য, মনগড়া ফলাফলের খবর সম্প্রচার করে তারা এরাজ্যে তৃণমূল নেতা কর্মীদের মানসিক ভাবে দুর্বল করার চেষ্টা করছে।” তিনি এদিন এই ধরনের সম্ভাব্য ফলাফলের প্রতিবাদ জানান।একই সাথে সংবাদ মাধ্যমের দ্বারা দলীয় কর্মী সমর্থকদের অনুরোধ করেন গুজবে কান না দেওয়ার জন্য। তিনি এদিনও নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বলে জানান।ভোটের পর এক্সিট পোল নিয়েও এবার ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যাওয়ায় তৃণমূল দলের মনবল নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584