সায়ন্তনকে নাম না করে উন্মাদের সঙ্গে তুলনা মানসের

0
57

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

নাম না করে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ‘উন্মাদ’ বলে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া।

বুধবার মেদিনীপুরে বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন।

manas bhunia | newsfront.co
নিজস্ব চিত্র

তারই পরিপ্রেক্ষিতে মেদিনীপুরে রাজ্যসভার সংসদ ডাক্তার মানস ভূঁইয়া বলেন, ‘করোনার পরে ঘূর্ণিঝড়। এত বড় বিপদে বিজেপির কোন নেতাকে, সাংসদকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি।শুধু ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য মাঝেমধ্যে দেখা গিয়েছে।

অথচ তারাই রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন।’ তিনি বলেন, ‘যারা এ ধরনের মন্তব্য করছেন তাঁরা উন্মাদ ছাড়া অন্য কিছু হতে পারে না।’ তিনি বলেন, ‘শ্রমিকদের জন্য ২৫০টি ট্রেনের টাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার জন্য রাজ্য সরকার দিয়েছে।’ আবাস যোজনা প্রকল্পে ঘর তৈরি প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি নেতারা জানেন বাংলায় কত বাড়ি রয়েছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এক কোটি তিরিশ লক্ষ নব্বই হাজার বাড়ি রয়েছে।

কোথায় কি কাজ হয়েছে ওনারা যদি জানতে চান তাহলে বিডিও অফিসে,ডি এম অফিসে গিয়ে দেখতে পারেন। তা না করে শুধু মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর জন্য শুধু মিথ্যা দোষারোপ করে যাচ্ছে। এরা মানুষের ভালো চায় না, মঙ্গল চায় না।

আরও পড়ুনঃ পুরনো ভাড়াতেই বৃহস্পতিবার ধাপে ধাপে পথে নামতে চলেছে বেসরকারি বাস

এরা মানুষের শত্রু। দেশের শত্রু ।তাই এদের বিরুদ্ধে যত কম বলা যায় ততই ভালো।’ তিনি বলেন, ‘হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী এসে সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু এখনো এক টাকাও রাজ্য সরকারের অ্যাকাউন্টে ঢুকেনি।’ তিনি বলেন ‘সাড়ে ছয় হাজার কোটি টাকা তহবিল গঠন করে রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

মৎস্যজীবীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যাদের ঘর ভেঙেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যাদের ফসল ক্ষতি হয়েছে তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার রয়েছেন। অসহায় দরিদ্র মানুষের পাশে রাজ্যের বর্তমান সরকার দাঁড়িয়েছেন।’

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের জীবন বিপন্ন করে মানুষের স্বার্থে কাজ করছেন, আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করেননি।’ মানসবাবু বলেন, ‘মানুষের কাছে যান। মানুষের জন্য কাজ করুন। এভাবে মানুষকে বিভ্রান্তি করবেন না । মানুষ দেখছেন, শুনছেন। তারা আগামী দিনে এর যোগ্য জবাব দেবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here