মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বিরোধীদের এক হাত মানসের

0
69

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বিরোধীদের এক হাত নিলেন সাংসদ মানস ভুইঞা।

manas bhunia | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো পরিযায়ী শ্রমিকদের সন্তান ভেবে রাজ‍্যে এনে খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন। অন্য কোনো রাজ‍্য দেয় নি। বিরোধী দল হঠাৎ করে সিংহাসন বসে যাবে এটা কখনো হবে না।বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়ের মতো স্নেহ করেন।’

আরও পড়ুনঃ সুরের জাদুতে ইটাচুনা থেকে বলিউডে চাঁদমনি

সবং সরকারি হোম কোয়ারেন্টাইনে ১,৫৭৩ জন রয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে আছেন ২,৬৭৬ জন। এদিন সবংয়ের বিধায়ক কার্যালয়ে সাংসদ জানান, ‘৩০টি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ‍্যমন্ত্রী।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িক গীতা ভূঁইয়া।

সংসদ ও বিধায়ক ২ জনেই জানান, ‘মানবিক, দক্ষতা, পরিচালনা তিনটি দিকই রয়েছে শাসক দলনেত্রীর।কেন্দ্রীয় সরকার য়দি সাহায্য করত তাহলে আজ পরিযায়ী শ্রমিক দের এই অবস্থা হত না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here