রাজা চন্দর ওয়েব সিরিজ ‘কাটাকুটি’-তে হিরোইনের ভূমিকায় মানসী

0
470

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

এই প্রথমবার ওয়েবে হিরোইনের ভূমিকায় দেখা যাবে মানসী সেনগুপ্তকে। রাজা চন্দর পরিচালনায় আসছে ওয়েব সিরিজ ‘কাটাকুটি’। মানসীর বিপরীতে দেখা যাবে ওয়েব কিং সৌরভ দাসকে। আজ থেকে ফ্লোরে যাচ্ছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

Manasi Sengupta | newsfront.co
মানসী সেনগুপ্ত, অভিনেত্রী

মানসী এর আগে ওয়েবে কাজ করলেও হিরোইন হিসেবে এই প্রথম। সৌরভের সঙ্গে এর আগে কাজ করেছেন ‘কামিনী’তে। মানসী অভিনয় করেছেন ‘সেই যে হলুদ পাখি’ সিরিজেও। রাজা চন্দর সঙ্গে অবশ্য মানসীর এই প্রথম কাজ।

Raja Chanda | newsfront.co
রাজা চন্দ, পরিচালক

‘কাটাকুটি’ মূলত একটি মার্ডার মিস্ট্রি। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। গল্পের নায়িকা কৌশানির প্রথমে শ্লীলতাহানি হয়, এরপর খুন হয় সে। প্রেমিকার খুনের প্রতিশোধ নিতে মরিয়্ব হয়ে ওঠে প্রেমিক। সেই প্রেমিকের ভূমিকায় সৌরভ দাস৷

আরও পড়ুনঃ রাজা-মাম্পির জীবনে হাজির ‘কৃপা’ ঝড়, মাম্পিকে ভিলেন বানিয়ে দেওয়ায় আতঙ্কে ভক্তকূল

নিউজ ফ্রন্টকে মানসী জানান- “ওয়েবে এই প্রথমবার হিরোইনের ভূমিকায় অভিনয় করতে চলেছি। আর তার পরিচালক রাজা চন্দ। সুপার এক্সাইটেড আমি। আমার চরিত্রের নাম কৌশানি। আজ রবিবার থেকে ফ্লোরে যাচ্ছি আমি। চেষ্টা করব নিজের বেস্ট টা দেওয়ার।”

আরও পড়ুনঃ অমৃতলোকের পথে রানী মা, আসছে ‘করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব’

বলতে দ্বিধা নেই, ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের ভিলেন পায়েল সেন হিসেবে এই মুহূর্তে টেলিদুনিয়া কাঁয়াচ্ছেন মানসী। এবার পরীক্ষা ওয়েবে। সেখানেও কেমন ধামাকা দেখান এবার সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here