করোনার আবহে বন্ধ ‘মঙ্গল শোভাযাত্রা’, বছরের প্রথম দিনে ওয়েবসাইটের উদ্বোধন

0
196

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Mangal Sovajatra | newsfront.co
ফাইল চিত্র

বিগত কয়েক বছর ধরে নবাব মুলুকের সদর শহর বাংলার নতুন বছর একটা বিশেষ অনুষ্ঠানে সামিল হতো।সাংস্কৃতিক আবহে নিজেরা মেলে ধরতো জেলা তথা বাংলা কৃষ্টিকে। কিন্তু এবছরটা অন্যরকম। করোনাতাড়িত বাংলায় লকডাউনের ফলে মানুষ আজকে গৃহবন্দী।

Baharampur | newsfront.co
ফাইল চিত্র

প্রতি বছর গড়ে তিনহাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়ে থাকেন। নাচে-গানে-কবিতায় ভরে ওঠে শহরের রাজপথ।কিন্তু, এই বছর করোনা সংক্রান্ত কারণে শারীরিকভাবে রাস্তায় নামতে পারছেনা কেওই। সেই কারণেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ পালন করছে ‘মঙ্গল শোভাযাত্রার’ কর্মীরা।

Procession | newsfront.co
ফাইল চিত্র

তবে আজকের এই দিনেই ঘরে থেকে বছরের প্রথম দিনটি নয়া আঙ্গিকে পালিত হলো। ওয়েবসাইটের উদ্বোধন হল আজ। তার সাথে ইউটিউব চ্যানেলে গানে কবিতায় বর্ষবরণ হল।

আরও পড়ুনঃ বালুচিত্রে মুম্বইবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাল সোহেল

Nababarsha | newsfront.co
ফাইল চিত্র
girls | newsfront.co
ফাইল চিত্র

ভাস্কর গুপ্ত, সুগত সেন, সৈয়দ তৈফিক এর মতো সাংস্কৃতিক কর্মীরা যে মহামিলনের সংঘ প্রতিষ্ঠিত করেছেন তা পৃথিবীর এই গভীর অসুখে এবারের মতো বন্ধ হলেও আগামীতে ফের জারি থাকবে তা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here