নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পরপর কয়েকদিনের বৃষ্টিতে ফলনে লাভ হয়েছে মালদহর অর্থকারী ফল আম ও লিচুর। এমনটাই মত বিশেষজ্ঞদের।
আম ও লিচু বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আমের বোঁটা শক্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে আম বড় হচ্ছে। পরপর বৃষ্টিতে গাছ যেমন ধুয়ে গিয়েছে, তেমনি তা সেচের কাজে এসেছে। মালদহ জুড়ে গাজোল, রতুয়া, হরিশ্চন্দ্রপুরে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বুধবারও। তার আগেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে জেলায়।
আরও পড়ুনঃ দুঃস্থদের খাদ্য-সামগ্রী দানের মাধ্যমে পালিত হলো বৌদ্ধ জয়ন্তী
বৃষ্টির আগে ঘাম ঝরানো গরম ছিল। ঢেলে বৃষ্টি হওয়ায় আমগাছ ধুয়ে গিয়েছে। এসময় লিচুর গুটি বড় হচ্ছে। তারমধ্যে বৃষ্টির জল পড়ায় লিচুর শাঁস তৈরির পক্ষে খুব ভালো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় পুরাতন মালদহ, হবিবপুর, গাজোলে ধান ও ভুট্টাগাছ জমিতে হেলে পড়ে যাওয়ায় কিছু ক্ষতি হয়েছে।
মালদহ আম ব্যবসায়ী সংগঠন সূত্রের খবর, অসময়ের এই বৃষ্টিতে আমের পক্ষে খুব উপকার হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584