মনোদীপ ব্যানার্জী, মুর্শিদাবাদঃ
আম চাষীদের কাছে বিশের ভিলেন করোনা আর লকডাউন। তবুও শীতের শেষে বসন্তের ভরা যৌবনে আমের গাছে দেখা মিলেছে মুকুলের। চলতি মরসুমে আবহাওয়া ভালো থাকলে ব্যাপক আমের ফলন দেখবে নবাবের জেলা। লক্ষ্মী লাভের আশায় রয়েছে জেলার আম চাষীরা।
মুকুল ভরা আম গাছের দেখা মিলেছে মুর্শিদাবাদের বেশ কিছু বাগানেই। ২০২০ সালের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে এই জেলা। জেলার আম বাইরেও রপ্তানি হয়, তবে গত বছরে তা মুখ থুবড়ে পড়েছে।
আর স্বভাবতই গাছে মুকুল আসায় এই বছর মুখে হাসি ফুটেছে আম ব্যবসায়ী থেকে শুরু করে আম চাষীদের। মন্টু মন্ডল, পেশায় দিনমজুর। নিজের সাড়ে চার বিঘে জমির উপর আম চাষ তার। ছেলে তন্ময় মন্ডল গ্যারেজ মিস্ত্রি, তবুও এই আমের মরসুমে, আম চাষে তাঁদের উৎসাহ বেশি। এই তিন মাস আমের চাষ।
আর তারপর আবার ফিরে যাওয়া নিজেদের অবস্থানে। যদিও সরকারি কোনো সুযোগ সুবিধা মেলেনা, রোজ খাটা মানুষগুলোর। এসসি কার্ড রইলেও মেলেনা তেমন কোনো সুবিধা, দাবি তাঁদের।
আরও পড়ুনঃ খেলা হবে, টুম্পা-র চাপে পিছু হটছে জয় শ্রীরাম
ফলনে বেশি গোলাপ খাস, এছাড়াও রানি, হিমসাগর আমও ব্যবসার হাল ফেরাবে আসা আম চাষীদের। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের মুকুল যে আম চাষীদের ঘরে শ্রীবৃদ্ধি ঘটানোর ইঙ্গিত দিচ্ছে তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন আম চাষীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584