নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা মোকাবিলায় অ্যান্টিজেন র্যাপিড টেস্টিং প্রক্রিয়া চালু হল মানিকচক গ্রামীণ হাসপাতালে। খুব দ্রুত কয়েক মিনিট সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেতে এই ধরনের উন্নত মানের পদক্ষেপ নিয়েছে মালদহ জেলা স্বাস্থ্য দফতর।
উল্লেখ্য, জেলার প্রথম করোনা রোগীর সন্ধান মানিকচক থেকে পাওয়া গিয়েছিল। তারপর ধীরে ধীরে গোটা জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার করোনা ভাইরাস মোকাবিলায় অ্যান্টিজেন র্যাপিড টেস্টিং এই নতুন পদ্ধতির মাধ্যমে টেস্ট করলে কয়েক মিনিটের মধ্যে সহজেই রিপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুনঃ প্রতি কেজি আলু বিক্রি করতে হবে ২৫ টাকা দরে, নির্দেশ নবান্ন’র
মানিকচক গ্রামীণ হাসপাতালের তরফ থেকে মানিকচক কমিউনিটি হলে অ্যান্টিজেন র্যাপিড টেস্টিং কিট দিয়ে মানিকচকের প্রায় ৮৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। তাদের রিপোর্ট সাথে সাথে আসে। যাদের মধ্যে ৩ জনের শরীরে কোভিড ১৯ -র ভাইরাস পাওয়া যায়।
আরও পড়ুনঃ ‘রাজনৈতিক নেপোটিজমের ঊর্ধ্বে উঠতে হবে’ রবীন্দ্র তিরোধান দিবসে বললেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
আগামীতে এই প্রক্রিয়া মানিকচকের বিভিন্ন গ্রামে চালাবে স্বাস্থ্য দফতর ও প্রশাসন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে মানিকচকের বিএমওএইচ ডাঃ হেম ঝা জানান, “আগে আরটিপিসিআর টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করার জন্য লালারসের নমুনা মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাতে হত। তাতে সময় বেশি লাগতো।
কিন্তু বর্তমানে অ্যান্টিজেন র্যাপিড টেস্টিং কিটের নতুন প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ে কয়েক মিনিটের মধ্যে করোনা পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে। ফলে অল্প সময়ে বেশি টেস্ট করে সহজেই এলাকার করোনা রোগীদের চিহ্নিত করতে পারব। তবে এই নতুন প্রক্রিয়ার সাথে আরটিপিসিআর টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষার কাজও চলবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584