আধিকারিকের আপত্তিকর আচরণের বিরুদ্ধে কর্ম বিরতির ডাক জেলাপরিষদে

0
145

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

আবারও কর্মবিরতি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অফিসে। এবার জেলা পরিষদের কর্মরত ফিন্যান্স কন্ট্রোলিং অ্যান্ড চিফ অ্যাকাউন্ট অফিসারকে অশ্লীল ভাষায় অপবাদ করার অভিযোগ জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিকের বিরুদ্ধে।

balurghat district councill office | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক মনীশ ভার্মা চিফ অ্যাকাউন্ট অফিসার প্রসিদ বসাককে সরাসরি অপমান করেন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করেন ৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে জেলা পরিষদের সমস্ত শ্রেণীর কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন।

আরও পড়ুনঃ শংসাপত্রের দাবিতে ফকিরচাঁদ কলেজে বিক্ষোভে সামিল প্রাক্তনীরা

এর বিরুদ্ধে আজ মৌখিকভাবে অভিযোগ জানানো হয় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়ের কাছে। বিষয়টি জেলাশাসককেও জানানো হয়েছে।জানাগেছে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাশাসক কর্মচারী ও জেলা পরিষদের সভাপতিকে নিয়ে আলোচনায় বসবেন সমস্যা সমাধানের উদ্দেশ্যে। আন্দোলনরত কর্মচারীদের দাবি এই পরিস্থিতিতে জেলা পরিষদের কাজ করা যাবে না।

অত্যন্ত বাজে ব্যবহার করছেন জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক মিঃ মনীশ ভার্মা।জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় আজ কর্মচারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন কিন্তু সমস্যার কোন সমাধান হয়নি। এখন ও কর্মবিরতি চলছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here