সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের মানকর প্রাইভেট আইটিআই কলেজের বার্ষিক অনুষ্ঠানেও সেই সামাজিক দায়বদ্ধতার বার্তা উঠে এল। কলেজ কর্তৃপক্ষের সম্মতি আর শিক্ষার্থীদের অধীর আগ্রহে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হলো কম্বল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর যোগজীবন গোস্বামী, দীপঙ্কর ভট্টাচার্য সহ মানকরের বিশিষ্ট ব্যক্তিরা। বিশিষ্ট সমাজসেবী পাঁচুগোপাল মুখার্জি বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রায় ত্রিশজনের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে৷ পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের কথা বলেন।
আরও পড়ুনঃ টোটোপাড়ায় সিভিক্স অ্যাকশন প্রোগ্রামে এসএসবি-র সোলার পথবাতি প্রদান
কলেজ কর্তৃপক্ষের তরফে সুদর্শন পাল বলেন, বৈচিত্রের মাঝে মার্গ দর্শনই আমাদের উদ্দেশ্য। সে উদ্দেশ্যে অনুষ্ঠান।অনুষ্ঠান সফল হয়েছে। তবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584