সম্পর্কের বরফ গলাতে আগামী মাসে সেনা প্রধানের নেপাল সফর

0
81

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সম্পর্কের বরফ গলাতে এবার নেপালে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সীমান্ত বিবাদকে ঘিরে ভারত নেপাল সম্পর্কের ফাটল জোড়া লাগানোই সফরের উদ্দেশ্য। সফরের তারিখ এখনও জানা যায়নি ভারতীয় সেনার তরফ থেকে, তবে আগামী মাসেই তিনি যাচ্ছেন এটা নিশ্চিত।

Manoj Mukund Naravane | newsfront.co
মনোজ মুকুন্দ নারাভানে

বুধবার এক বিবৃতি দিয়ে নারাভানের সফর সম্পর্কে জানিয়েছে নেপাল সেনা। নেপাল সরকারের অনুমতিতেই এই সফর হচ্ছে বলে জানিয়েছে নেপাল। সেনা প্রধানের এই নেপাল সফর পূর্বনির্ধারিত ছিল, কিন্তু লকডাউনের কারণে সফর স্থগিত হয়ে যায়।

নেপাল সেনার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সন্তোষ পাউডেল জানিয়েছেন, দুই পক্ষের আলোচনার মাধ্যমে বৈঠকের দিন স্থির হবে। এই সফরে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি নেপাল সেনার সাম্মানিক জেনারেল পদে ভূষিত করবেন নারাভানেকে। ১৯৫০ সাল থেকে প্রায় ৭০ বছরের এই প্রথা পালন করবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুনঃ বাংলাদেশের সাথে তুলনা করে জিডিপি নিয়ে মোদীকে কটাক্ষ রাহুল, অভিষেক

সীমান্ত বিবাদের জেরে ভারত- নেপাল সম্পর্কে চিড় ধরে। তার ওপর নেপাল বিতর্কিত মানচিত্র প্রকাশ করায় আরও জটিলতা বাড়ে। সম্প্রতি সীমান্ত বিবাদ প্রসঙ্গে নেপালের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন নারাভানে। চীনের নাম না করে, সেনা প্রধান বলেছিলেন, অন্য কারও ইন্ধনে এমনটা করছে নেপাল। তার পরে নারাভানের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ কৃষি আইনের প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যেই দশেরাতে দাহ হবে মোদীর কুশপুতুল

তখন পাল্টা উত্তর দিয়েছিলেন নেপালের প্রতিরক্ষা মন্ত্রীও। ঈশ্বর পোখরেল বলেন, “নেপালের ইতিহাস, সংস্কৃতি এবং আমাদের সামাজিক রীতিনীতিকে অপমান করেছে ভারত।“

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ধরচুলা থেকে লিপুলেখ পর্যন্ত মানস সরোবর যাত্রার জন্য রাস্তা উদ্বোধন করায় বিতর্ক আরও বাড়ে। যা নিয়ে ক্ষুব্ধ হয় কে পি শর্মা ওলির সরকার এবং নেপাল ভারতীয় ভূখণ্ডের ৩৭০ বর্গ কিমি অঞ্চলকে নিজেদের বলে দাবি করে নয়া মানচিত্র প্রকাশ করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here