শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আবারো আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে শহরবাসীকে তাক লাগিয়ে দিলো মানসী হাঁসদা। বছর ৭-এর এই মানসী বিশ্রাইল সেন্ট ক্লারেন্ট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। বাবার নাম মঙ্গলু হাঁসদা তিনি একজন পুলিশ কর্মী।
জানা যায় গত ডিসেম্বর মাসের ২৯ ও ৩০ তারিখে নেপাল ইন্টার্নেশনাল যোগা চ্যাম্পিয়নশিপ ২০১৯-এ অংশগ্রহণ করে মানসী। প্রতিবারের মত সে অনুর্ধ ৮ আন্তর্জাতিক যোগা কম্পিটিশনেও প্রথম স্থান অধিকার করেছে মানসী।ছোটবেলা থেকেই যোগার প্রতি তার অনন্য মনোভাব আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে মানসীকে। তবে তার সাফল্যের পেছনে তার শিক্ষক ডক্টর রাম কুমার মন্ডলের যে অপরিসীম ভূমিকা রয়েছে তা কিন্তু স্বীকার করেছেন মানসী এবং তার পরিবার। এর আগেও বেশ কিছু বড় বড় জায়গায় যোগা কম্পিটিশনে অংশগ্রহণ করে মানসী। সেখানেও একই রকম প্রথম হয়ে তাক লাগিয়েছে শহরবাসীকে।
তিনি এরকম এক আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়েও প্রথম স্থান অধিকার করতে পারবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল পরিবারের। কিন্তু তার অদম্য মনোবল এবং সাহস সবাইকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে প্রচেষ্টা এবং মনোবল থাকলে অবশ্যই তার ভালো ফলই পাওয়া যায়, সেই কথাই আরো একবার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল মানসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584