পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলিপুরদুয়ার জেলা থেকে প্রথমবার বিচারক হতে চলেছেন মানবেন্দ্র

0
132

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জেলা জজের প্রবেশিকা পরীক্ষায় পাশ করে নজির তৈরি করলেন আলিপুরদুয়ার কোর্টের এসেসটেন্ট পাবলিক প্রসিকিউটর মানবেন্দ্র মোহন সরকার। গোটা রাজ্য থেকে মাত্র দুই জন এই বছর এই পরীক্ষায় পাশ করেছেন।

manuben do while first time president in alipurduar | newsfront.co
মানবেন্দ্র মোহন সরকার। নিজস্ব চিত্র

মানবেন্দ্রবাবু এই দুইজনের মধ্যে প্রথম ব্যক্তি যিনি বিচারবিভাগের এই পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। শুধু তাই নয় উত্তরবঙ্গ থেকে একমাত্র তিনিই এই পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন।

কোচবিহার জেলার খাপাইডাঙ্গা গ্রামের কোনামালি এলাকার বাসিন্দা মানবেন্দ্রমোহন সরকার আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবীর পদে চাকুরি করতেন।

তার এই অসাধারন সফলতায় উল্লসিত গোটা আলিপুরদুয়ার আদালতের আইনজীবীরা। ছোট বেলা থেকেই বিচার বিভাগের উচ্চপদে চাকুরি করার লক্ষ্য ঠিক করেছিলেন মানবেন্দ্রবাবু। হলও তাই। মাত্র একবার প্রমোশন পেলেই হাইকোর্টের বিচারক হয়ে যাবেন মানবেন্দ্র।

নিজস্ব চিত্র

এদিন তিনি বলেন, “ খুব আনন্দ হচ্ছে। তবে উত্তরবঙ্গের ছেলে মেয়েদের বলতে চাই জেদ থাকলে উত্তরবঙ্গের ছেলে মেয়েরাও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ২০১৮ সালে একবার এই পরীক্ষা দিই। কিন্তু পারি নি। এবার পেরেছি। চেষ্টা করলে অন্যরাও পারবে।”

আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সম্পাদক সুহৃদ মজুমদার বলেন, “ অসাধারন সফলতা এটি। এই প্রথম আলিপুরদুয়ার আদালত থেকে কেউ এই পরীক্ষায় উত্তীর্ন হলেন। মানবেন্দ্র সরাসরি অতিরিক্ত জেলা জজের পদে বহাল হবে। আইন বিষয়ে গভীর জ্ঞান না থাকলে এই পরীক্ষা পাশ করা কখনই সম্ভব নয়। আমরা মানবেন্দ্রের সফলতায় গর্বিত।”

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম মহিলা রাজ কলেজে পড়ুয়াদের আইনের পাঠ দিলেন বিচারকরা

জানা গিয়েছে, জেলা জজের প্রবেশিকা পরীক্ষাকে আইনের ভাষায় ওয়েস্ট বেঙ্গল হায়ার জুডিশিয়াল সার্ভিসের ডিস্ট্রিক জাজ এন্ট্রি লেবেল পরীক্ষা বলা হয়। মূলত সাত বছর কোন আদালতে আইনের অনুশীলনের অভিজ্ঞতা থাকলে এই পরীক্ষায় বসা যায়।

মূলত জেলা আদালতের নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীরা সাতবছর আইনের অনুশীলনের অভিজ্ঞতা থাকলেই এই পরীক্ষায় বসতে পারেন। প্রিলিমিটারি, ফাইনাল ও ইন্টারভিউ এই তিনধাপ পেরিয়ে চুড়ান্ত সফল হন পরীক্ষার্থীরা। এই বছর জুন মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হয়েছিল। ২১ আগষ্ট তার ফলাফল বের হয় । সেই ফলাফলেই সফল হন মানবেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here