কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সংযত হয়ে কথা বলা উচিত, একই সুর কংগ্রেস-তৃনমূলের

0
47

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ

রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরির ফ্ল্যাটে কোয়ারান্টিন পোস্টার লাগানো নিয়ে বিতর্ক চলছেই। রায়গঞ্জের বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান আলাদাভাবে প্রশাসনের কাছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানান।

Debasree Chowdhury | newsfront.co
ফাইল চিত্র

প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর ফ্ল্যাটে কোয়ারান্টিনের পোস্টার দু, দু’বার লাগাতে গিয়েও বাধা পেয়ে ফিরে আসতে হয়। এই ঘটনার জন্য প্রতিমন্ত্রী সরাসরি দায়ী করেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক এবং তৃনমুল কংগ্রেসের পুর চেয়ারম্যানকে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে খোঁজ মিলল নিজামুদ্দিন ফেরত যুবকের, সুস্থ আছে মত স্বাস্থ্য আধিকারিকের

এর পরিপ্রেক্ষিতে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে তাঁর মুখে এসব কথা মানায় না । একজন মন্ত্রীর সংযত হয়ে কথা বলার উচিত ছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর ডাককে উপেক্ষা করতে পারেন না তিনি। আমাদের কটাক্ষ করলে আমরা তাঁকে পালটা কটাক্ষ করতে পারিনা কারন উনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।”

অন্যদিকে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ” নিজে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হয়ে, একজন জনপ্রতিনিধি হয়ে রায়গঞ্জের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা ওঁর দ্বায়িত্ব ছিল। আমাদের মাতব্বর বলেছেন, তাতে আমরা গর্বিত। যে কাজটা আমি করেছি তা কোনও রাজনীতি করার জন্য নয়। যে কোনও মানুষদের ক্ষেত্রেই এই পরিস্থিতিতে এই কাজ করা হয়। রায়গঞ্জ শহরের প্রতিটা ওয়ার্ডে যারা বাইরে থেকে আসছে তাদের হোম কোয়ারান্টিনে রাখা হচ্ছে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে এই নিয়ম মানা ওঁরও উচিত ছিল। কিন্তু উনি আরও এই আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here