সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
লকডাউনের জেরে সমস্যায় পড়া অসহায়দের পাশে বিভিন্ন ভাবে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্লাব। অনেকে ব্যক্তিগতভাবেও সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন। বর্ধমান সদর শহরের সুভাষপল্লী সারদা আশ্রমের উদ্যোগে বৈকুন্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালা মোড়ের কাছে প্রায় তিনশো পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
গুসকরার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ইটাচাঁদা শাখার কর্মীরা নিজেদের উদ্যোগে কুড়িটি পরিবারকে খাদ্য সামগ্রী বিলি করেন। এই কাজে রিজিওনাল ম্যানেজার বিভুপ্রসাদ মিশ্র উপস্থিত ছিলেন।
বর্ধমান শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে খাবার বিলি করা হয়। শেখ সুরাজ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানান, দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের এই উদ্যোগ।
আরও পড়ুনঃ একাকী উদ্যোগে করোনা সচেতনতায় গ্রামের রাস্তায় বেরিয়ে পড়েছেন শিক্ষক
গুসকরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এবং আনন্দবাজারের প্রায় একশো পরিবারের হাতে চাল, ডাল, মুড়ি, আলু, নুন, বিস্কুট খাদ্য সামগ্রী তুলে দেন এলাকার খ্যাতনামা ব্যক্তি ভোলা বনিক৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584