নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসে আবার ভাঙন।উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী শিবানী মজুমদারের সাথে হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার সহ বেশ কিছু কংগ্রেস কর্মীরা বিজেপিতে যাবার সিদ্ধান্ত নিল বলে জানা যায়।রবিবার হেমতাবাদে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের জেলা মহিলা সেলের সভানেত্রী শিবানী মজুমদার কোন রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন “কংগ্রেসের সাথে তাদের দীর্ঘ দিনের সম্পর্ক আর রাখা যাবেনা।
এই দলকে শক্তিশালী করার পরিবর্তে দীর্ঘদিনের দলটিকে কংগ্রেসের উচ্চ ক্ষমতা প্রাপ্ত নেতারাই দলটাকে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্যই তিলে তিলে শেষ করে দিল।তাই এই দলের মধ্যে থেকে কোন কাজ করতে না পারার কারনে আমরা বিজেপি দলে যাবার সিদ্ধান্ত নিয়েছি “।হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার বলেন আমরা দীর্ঘ দিন ধরে দলটাকে শক্তিশালী করবার জন্য কাজ করলেও দলের উপর তলার নেতৃত্বরা কংগ্রেসকে দুর্বল করেই ছাড়লো।তাই আগামী ২৫শে সেপ্টেম্বর আমরা কংগ্রেসের বহু সমর্থকদের নিয়ে বিজেপি দলে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছি।যদিও কংগ্রেস থেকে এ ব্যাপারে কেও কোন রকম মন্তব্য করতে চায়নি।
আরও পড়ুনঃ নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে অভিনব মহিলা ফুটবল প্রদর্শনী খেলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584