ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সারা বিশ্ব। যদিও গত কয়েকদিনে ভারতে দৈনিক সংক্রমনের হার কিছুটা কমেছে কিন্তু মৃত্যুর পরিসংখ্যান চোখ রাঙাচ্ছে। সেই কারণেই এবার বিশ্বের বহু দেশে ভারতীয়দের ভ্রমণে জারি হয়েছে নিষেধাজ্ঞা৷
অর্থাৎ আপাতত ভারতীয় পাসপোর্টধারীদের অন্যান্য বহু দেশেই প্রবেশে ও ভ্রমণে সম্পূর্ণ মানা। তবে কিছু দেশ যেমন ভারত ‘বন্ধু’ রাশিয়া, ইউক্রেন, ইজিপ্ট, দক্ষিণ আফ্রিকায় ভারতীয় নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে। আরও বেশ কিছু দেশ রয়েছে যারা ন্যূনতম নিয়মবিধির মান্যতা দিয়ে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য শিথিলতা রেখেছে।
আরও পড়ুনঃ করোনাকালে মোদী সরকারের ওপর এবার ভরসা হারাচ্ছেন আর্মি অফিসাররাও
উল্লেখ্য, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথে বেশ কিছু দেশ বিমান পরিষেবা স্থগিত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, হংকং, ব্রিটেন, কানাডা, থাইল্যান্ড, শ্রীলঙ্কায় সম্পূর্ণ বাতিল ভারতে আসা-যাওয়ার বিমান পরিষেবা। সম্প্রতি মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা এই নিয়মে বেশ কিছুটা শিথিলতা এনেছে।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স- এর প্রেসিডেন্ট জানান, “ভ্রমণপ্রিয় ভারতবাসীর জন্য মালদ্বীপ, দুবাই, নেপালে ভারতীয়দের প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু দেশে করোনার সংক্রমনের জেরে সম্পূর্ন বন্ধ রয়েছে বিমান পরিষেবা। অনেক দেশেই এখনও চালু হয়নি ই-ভিসা।”
আরও পড়ুনঃ উড়ান পিপলস্ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির
প্রসঙ্গত, বর্তমানে রাশিয়া, টার্কি, ইজিপ্ট, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে ভারতীয়দের যেতে বাধা না থাকলেও মানতে হবে কোভিড প্রোটোকল, থাকতে হবে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। এছাড়া মানতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584