নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন আশ্রম গুলির মধ্যে উল্লেখযোগ্য বুনিয়াদপুরের বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম।করোনা মোকাবিলায় রাজ্য ও দেশ জুড়ে জারি লক ডাউনে সমস্যায় পড়েছেন বহু অসহায় মানুষজন। পাশাপাশি দীর্ঘদিন ধরে লকডাউনের ফলে সমস্যা বাড়ছে জেলার অনাথ আশ্রমগুলিতেও।
বছরের অন্যান্য সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এই চরম সংকটময় সময়ে হাত গুটিয়েছে তারাও।এই পরিস্থিতিতে বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম শিশুদের সংকট দূরীকরণে জন্য এগিয়ে এলেন বুনিয়াদপুরের সহৃদয় এক চিকিৎসক দীপায়ন ভৌমিক ও তার স্ত্রী সুদেষ্ণা সাহা।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে মাস্কের পরিবর্তে গামছা জড়ানোর পরামর্শ তৃণমূল নেত্রীর
এইদিন আশ্রমের প্রায় ২২ জন শিশুর হাতে তুলে দিলেন চাল, ডাল ,আলু ,বিস্কুট, হ্যাণ্ড স্যানিটাইজার এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র।পাশাপাশি এদিন চিকিৎসক দীপায়ন বাবুর আর্জি, সমাজের সকল স্তরের মানুষ যেন চরম সংকটময় এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে মানবিকভাবে অনাথ আশ্রমের এই শিশুদের পাশে এসে দাঁড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584