নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
করোনা সংক্রমণ রুখতে হিসাব মতো লকডাউনের এটি দ্বিতীয় দফার প্রথম সপ্তাহ শেষ হল। আর এই লকডাউনে একঘেয়েমি ঘরবন্দি জীবন কাটাতে গিয়ে প্রাণ অষ্টাগত রাজ্যবাসীর। আবার তাঁর উপর বৈশাখের তীব্র গরমে নাজেহাল জনজীবন। তাই সোমবার দুপুর গড়াতেই বাঁকুড়া জুড়ে শুরু হয় কাল বৈশাখীর দাপট।
সোমবার সারা রাত ধরে চলা এই দূর্যোগ আরও বড় আকার ধারণ করে মঙ্গলবারে। এদিন ভোরের দিকে ঝড়ের গতিবেগ ছিল তীব্র,এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টিও হয়। এদিনের ঝড়ের প্রভাবে জেলার কয়েকটি এলাকায় গাছ উবরে পড়ে বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
তবে অন্যদিকে জয়পুর, কোতুলপুর, পাত্রসায়ের, ইন্দাস, সারেঙ্গা, রাইপুর সহ পুরো এলাকা জুড়ে তিল, তরমুজ, বোরো ধান সহ বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।ফলে এক দিকে করোনা পরিস্থিতি অন্যদিকে এই ভয়ংকর প্রাকৃতিক দূর্যোগ, সব মিলিয়ে বিপাকে পড়েছেন জেলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584