ভিন রাজ্য থেকে বহরমপুরে পৌঁছাল বহু পরিযায়ী শ্রমিক

0
32

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভিন রাজ্য থেকে বৃহস্পতিবার সকালে বহরমপুরে পৌঁছাল বহু পরিযায়ী শ্রমিকরা। ফেরার পর খাবার ও বাড়ি যাওয়ার গাড়ি না পাওয়ায় বহরমপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে অপেক্ষারত সকলেই।

Many Migrant workers back to home in lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার বিভিন্ন রাজ্য থেকে ফেরত আসা পরিযায়ী শ্রমিকরা বহরমপুর বাসস্ট্যান্ড পৌঁছানোর পর জানান এখানে আসার পর তাদের জন্য কোন গাড়ি রাখা নেই, যাতে তারা নিজ নিজ বাড়ি ফিরতে পারবেন। সেই সঙ্গে তাদের কোন খাবারের ব্যবস্থা নেই।

Migrant workers | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের কারণে সমস্ত ছোট বড় হোটেল বন্ধ। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, এই রাজ্যের সরকার তাদের প্রতি অবহেলা করছে। অথচ তারা যে রাজ্য থেকে ফেরত আসছেন সেই রাজ্যের সরকার তাদের বাসের ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করে দিয়েছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ করোনা রোগী

বহরমপুর আসার পর কিছু কিছু পরিযায়ী শ্রমিক নিজের উদ্যোগে গাড়ি ভাড়া করে বাড়ি পৌঁছাচ্ছে। এদিন উত্তরবঙ্গ পরিবহন সংস্থার ডিপো ইনচার্জ জানিয়েছেন পরিযায়ী শ্রমিকরা কে-কোথা থেকে কিভাবে এসেছে আমাদের জানা নেই। আমরা তাদের তথ্য প্রমাণ নিয়ে সরকারি উদ্যোগে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here