পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে সাসপেন্ড করে শুদ্ধিকরণের চেষ্টা

0
129

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘদিন ধরে দলের কাজকর্মে অসম্মতি পাওয়ায় দল থেকে সাসপেন্ড করা হল বেশ কয়েকজন তৃণমূল পদাধিকারী নেতৃত্বকে। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি দিবাকর জানা, জেলা পরিষদের সদস্য তনুশ্রী জানা সহ বেশ কয়েকজন শহীদ মাতঙ্গিনী ব্লকের জনপ্রতিনিধিকে দল থেকে তিন বছরের জন্য সাসপেন্ড করলো দল।

Soumen Mahapatra | newsfront.co
সৌমেন মহাপাত্র ৷ নিজস্ব চিত্র

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন মহাপাত্র বলেন, যারা দলে থেকে দল বিরোধী কাজ করছে তাদের দল থেকে তিন বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হচ্ছে দলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকবে না ৷ এই বিষয় নিয়ে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে ১ তালিকা তৈরি করা হয় ৷ যে তালিকাতে একাধিক তৃণমূল নেতৃত্বের নাম রয়েছে যারা দল বিরোধী কাজ করেছে সেই তালিকা রাজ্য তৃণমূলের কাছে পাঠিয়ে অবশেষে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে এমনটাই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা সভাপতি তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নির্বাচন ম্যাসকট একশৃঙ্গ গন্ডার

মূলত দলে থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি যাতে বাইরে প্রকাশিত না হয় সেই লক্ষ্যেই রাজ্য তৃণমূলের এই পদক্ষেপ এটাই মনে করছে রাজনৈতিক মহলের বিশ্লেষণ কারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here