নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার খাস মহল মৌজা গুলির অন্তর্গত কেরানিতলা, বারপাথর ক্যান্টনমেন্ট, কর্নেল গোলা, চাঁদিয়ানা বাজার এলাকার মানুষদের নিদর্শন পরচা বিতরণ অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে।
এদিন জেলা কালেক্টরেটের পুরাতন প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ জন দখলদারদের হাতে জমির পরচা তুলে দেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনেন রায় সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পাঁচটি খাস মহল মৌজায় খাস জমি গুলি জরিপ করা হয়েছে ১০ হাজার ৯৮৩ টি পরিবারের মধ্যে।
আরও পড়ুনঃ ডোমকলে মেগা লোন মেলায় স্বয়ম্ভর গোষ্ঠীর হাতে চেক প্রদান
ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও তাদের জমির কোন কাগজপত্র ছিল না। তাই তারা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানিয়েছিলেন ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে দ্রুত তাদের জমির কাগজপত্র তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ।
তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার ওই এলাকার বাসিন্দাদের হাতে তাদের জমির কাগজপত্র তুলে দেওয়ার উদ্যোগ নেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ।এর ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584