নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ইংল্যান্ডের বার্মিংহাম সিটি সেন্টারে আন্দাজ রাত সাড়ে বারোটায় খবর পাওয়া যায় একজন ছুরির আঘাতে আহত। মিডল্যান্ড পুলিশ জানায় তারা সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স এবং অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছয়।
#UPDATE | We can confirm that at approximately 12:30am today we were called to reports of a stabbing in #Birmingham city centre.
We immediately attended, along with colleagues from the ambulance service. A number of other stabbings were reported in the area shortly after.
— West Midlands Police (@WMPolice) September 6, 2020
তারপরেই একের পর এক খবর আসতে থাকে ওই এলাকা থেকে যে পর পর বেশ কিছু সাধারণ মানুষকে ছুরি নিয়ে আক্রমণ করা হয়েছে।
Scenes from #Birmingham Colmore Row this morning 08:00. #majorincident #BreakingNews #BREAKING #uknews private video, do not use. pic.twitter.com/UDfUcnj24a
— HanBan (@lnstaban) September 6, 2020
আরও পড়ুনঃ করোনা আক্রান্তের নিরিখে ব্রাজিলকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত
পুলিশ জানিয়েছে, এটি একটি বিরাট বড় অপরাধমূলক ঘটনা, এখনও অবধি তারা সঠিক ভাবে বলতে পারছেন না যে ঠিক কতজন আহত হয়েছেন বা আঘাতের গুরুত্ব কতটা তবে সাধারণ মানুষের এমন নিরাপত্তার সংকট কেন হলো সে বিষয়ে তাঁরা তদন্ত শুরু করেছেন। এবং সবার আগে তাঁরা নিশ্চিত করেছেন আহত প্রত্যেকে যেন উপযুক্ত চিকিৎসা পান। পুলিশ এবং আপৎকালীন সব পরিসেবা একসাথে ঘটনাস্থলে কাজ চালাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584