মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ
করোনায় ত্রস্ত গোটা পৃথিবী। করোনা ভাইরাসের করাল ছায়া পড়েছে ভারতের অর্থনীতিতেও। করোনা পরিস্থিতি মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গতকাল সেই আর্থিক প্যাকেজের তৃতীয় ধাপে কৃষি, দুগ্ধ শিল্প, পশুপালন, মৎস্যক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য ১১ দফা প্রস্তাব ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি কৃষি ক্ষেত্রে যে ১১ দফা প্রস্তাব পেশ করেছেন তার তিনটি সংস্কারমূলক। এর মধ্যে রয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৫ ও কেন্দ্রীয় আইনের মাধ্যমে কৃষি বিপণনের সংস্কারও। ১১ প্রস্তাবের মধ্যে এইরকম বেশ কয়েকটি প্রস্তাব ইতিমধ্যেই পেশ করা হয়েছিল, বাকিগুলি নিয়ে বিগত কয়েক বছর ধরেই আলোচনা চলছে।
অর্থমন্ত্রী বলেন, কৃষি পরিকাঠামোয় ১ লক্ষ কোটির তহবিল গঠন করা হয়েছে। ক্ষুদ্র খাদ্য প্রস্তুতকারী সংস্থার জন্য ১০ হাজার কোটি, গবাদি পশু টিকাকরণ, সবুজ অভিযানের পরিধি প্রসারিত করে আলু, টমেটো, পিঁয়াজকেও তার অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আরও পড়ুনঃ শ্রমিক আইনে পরিবর্তন ‘ভুল বাছাই’: আজিম প্রেমজি
প্রধানমন্ত্রী মৎস সম্পদ যোজনায় মৎসচাষীদের সহায়তা, পশুপালন পরিকাঠামো ও ভেষজ কৃষি প্রচার যথাক্রমে ১৫ ও ৪ হাজার কোটি, মৌমাছি পালনে ৫০০ কোটির প্রকল্প ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৪ হাজার কোটির কোটি টাকার ভেষজ চাষের পরিকল্পনার আওতায়, ন্যাশনাল মেডিসিনাল প্লান্টস বোর্ড গঙ্গার তীরে ৮০০ হেক্টর জমিতে ভেষজ উদ্ভিদ উৎপাদন করবে। মৌমাছি পালন প্রকল্পটি দু’লক্ষ মৌমাছি পালকদের সহায়তা করবে।
এর মধ্যে বেশিরভাগই মোদী সরকারের পূর্ব প্রতিশ্রুতির অংশ। তাহলে ২০লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের তৃতীয় ধাপে যে ১১দফার প্রস্তাব পেশ করলেন সীতারমন, এগুলির মধ্যে নতুন প্রস্তাব কি আছে? করোনা পরিস্থিতে এই আর্থিক প্যাকেজ থেকে কি ধরণের সুরাহা পাবেন কৃষিরা? উঠছে নানান প্রশ্ন। খতিয়ে দেখলে স্পষ্ট যে, এগুলি প্রায় সবই মোদি সরকারের বাজেটের অংশ ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584