নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভোরবেলা ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণে ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা চিপস বোঝাই লরির পিছনে ধাক্কা মারল বালি বোঝাই লরি। ঘটনায় মৃত্যু হয়েছে চালক এবং সহকারীর।
এদিকে এর ফলে সৃষ্ট যানজটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুটি বাইক দ্রুত বেরিয়ে যাওয়ার সময় মুখোমুখি ধাক্কা খায়। এর ফলে আবার আহত হয় আরও দুই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।
মেদিনীপুর খড়্গপুর সংযোগকারী পুরনো একমাত্র সেতু। সেতুর পরিস্থিতি খারাপ থাকার কারণে ভারি যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনিক নজরদারির অভাবে তা অমান্য করেই যান চলাচল অব্যাহত।
আরও পড়ুনঃ বিশ্বভারতী ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর আক্রমণ, ধৃত দুই মূল অভিযুক্ত
বৃহস্পতিবার রাতে এমনই একটি ১০ চাকার চিপস বোঝাই ওভারলোড লরি পার হওয়ার সময় ব্রিজের মাঝে টায়ার ফাটার ফলে দাঁড়িয়ে পড়ে। ভোরবেলা ওই সেতুর উপর দিয়ে আরও একটি বালিবোঝাই ওভারলোড লরি পার হচ্ছিল।
মেদিনীপুর থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় কুয়াশার কারণে চিপসবোঝাই লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এই ঘটনায় যানজট তৈরি হয় ওই সেতুতে।
আরও পড়ুনঃ বাসের ধাক্কায় বাইক আরহীর মৃত্যু, অগ্নিকাণ্ড
ঘটনাস্থলে পুলিশ এসে ক্রেন নিয়ে গিয়ে লরি ভেঙে ভেতর থেকে চালক ও খালাসিকে উদ্ধার করে। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। তাদের পরিচয় জানার চেষ্টা করছে কোতোয়ালি থানার পুলিশ।
অন্যদিকে এই ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়। ভোর থেকেই ওই রাস্তা পুরোপুরি বন্ধ থাকে। দীর্ঘক্ষণ যানজটে আবদ্ধ থেকে কোনওভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দুই মোটরবাইক আরোহী।
ওই সময় মেদিনীপুর শহর সংলগ্ন ধামের কাছে ওই বাইক আরোহীদের অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে দুই বাইক আরোহী গুরুতর জখম হয়। তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584