নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গোটা ভারতবর্ষে ১০ লক্ষ যুবক-যুবতী ইচ্ছা প্রকাশ করেছেন রাজনৈতিক প্লাটফর্মে তৃণমূলের হয়ে কাজ করার। তারই প্রক্রিয়া শুরু হয়েছে গোটা রাজ্যের পাশাপাশি মালদহ জেলা জুড়ে। মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে এক যোগদান সমাবেশে অংশ নিয়ে এই কথা বললেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর।
জেলার বিভিন্ন ব্লক থেকে বিজেপি ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করেছেন। দলত্যাগীদের দলীয় পতাকা তুলে দেন সভানেত্রী মৌসম বেনজির নূর এবং যুব সভাপতি প্রসেনজিৎ দাস।
আরও পড়ুনঃ দিব্যেন্দু ইস্যুতে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
তার পূর্বে এদিন মালদহ জেলার বিভিন্ন ব্লক থেকে দলে দলে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা মিছিল করতে করতে মালদহ কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584