মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার রাঙামাটিতে

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Maobaadi poster at Rangamati | newsfront.co
নিজস্ব চিত্র

মেরে ফেলার হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার মেদিনীপুর শহরের রাঙামাটিতে। মঙ্গলবার সকালে মেদিনীপুরের রাঙামাটিতে স্থানীয় ঐক্যতান ক্লাবের দেওয়ালে চার-পাঁচটি হাতে লেখা পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টার গুলির নিচে লেখা রয়েছে মাওবাদী জিন্দাবাদ।

Maobaadi poster at Rangamati | newsfront.co
উদ্ধার হওয়া মাওবাদী পোস্টার। নিজস্ব চিত্র

স্থানীয় তৃণমূল কর্মী রাজু মান্না, গণেশ মণ্ডল, পল্টু বোস, মনা রায় দের নাম উল্লেখ করে পোস্টার টানানো হয়েছে। পোস্টারের বয়ান অনেকটা এরকম, “১২ লক্ষ টাকা নিয়েছো অথচ জায়গা দাওনি, তিন বছর ধরে টাকাও ফেরত দিচ্ছ না, তোমরা মরবে, মাওবাদী জিন্দাবাদ।”

আরও পড়ুনঃ সন্ধ্যে নামলেই ট্রেন লক্ষ্য করে পাথর, আহত নাবালিকা

কোন পোস্টারে আবার লেখা রয়েছে “জমির দালালরা হুঁশিয়ার, তোমাদের মাথা যাবে। “স্থানীয় বাসিন্দারাই প্রথমে পোস্টার গুলি দেখতে পান। কোতোয়ালি থানার পুলিশ এসে তড়িঘড়ি পোস্টারগুলো ছিঁড়ে দেয় । মাওবাদী নামাঙ্কিত এমন পোস্টার উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here