নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আইএফপিআই এর তথ্য অনুযায়ী অন স্টোর এবং ডিজিটাল দুই ক্ষেত্রেই অ্যালবাম বিক্রিতে এক বছরে রেকর্ড সৃষ্টি করেছে বিটিএস বা বাংতাং বয়েস ব্যান্ড।দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস একে একে ভেঙে দিচ্ছে সব রেকর্ড।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য ফনোগ্রাফিক ইন্ডাস্ট্রিস (আইএফপিআই)-এর তথ্য অনুযায়ী চলতি বছরের অন স্টোর এবংডিজিটাল সব মিলিয়ে অ্যালবাম বিক্রির রেকর্ড সৃষ্টি করেছে।“ম্যাপ অফ দ্য সোল সেভেন” নামে তাদের শেষ এলবামটি আইএফপিআই এর গ্লোবাল তালিকায় অবস্থান করছে সবার উপরে। আইএফপিআই এর সিইও ফ্রান্সিস মুর এক বিবৃতিতে জানান বিটিএস শুরু থেকেই তাঁদের তালিকার প্রথম দুই স্থানে অধিকার করে ছিল।
আরও পড়ুনঃ সম্পদ বৃদ্ধির হারে বেজোস, মাস্ককে পিছনে ফেললেন আদানি
তবে “ম্যাপ অফ দ্য সোল সেভেন” তাদের ইতিহাস সৃষ্টি করেছে। ২০২০ সালের সব থেকে বেশি বিক্রিত অ্যালবাম বিটিএসের।করোনা আবহের এই পুরো বছরটি যেন ছিল বিটিএস এর। শুধু অ্যালবাম নয়, একক গান দিয়েও শুরু থেকেই বিলবোর্ড এর একক আধিপত্য বিস্তার করে গিয়েছে তারা। এ বছর গ্র্যামি পুরস্কারের নমিনেশনও পেয়েছে বিটিএস।
গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান সারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান।রবিবার ১৪ মার্চ এই গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে বিটিএস আমন্ত্রিত হয়েছে পারফর্ম করার জন্য। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিটিএস-ই প্রথম কোনো পশ্চিমী দেশের বাইরে এশিয়া থেকে কোন ব্যান্ড যারা বিলবোর্ড ২০০-এ প্রথম স্থানে জায়গা করে নিয়েছে করে তাদের স্টুডিও অ্যালবাম লাভ ইওরসেল্ফ: টিয়ার (২০১৮)-এর মুক্তির পর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584