কর্মীর চেয়ে বাদ্যযন্ত্র বেশি! খড়্গপুরে উচ্ছ্বাসহীন রোড শো অমিতের

0
82

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রবিবার সন্ধ্যায় খড়্গপুর শহরে রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খড়্গপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ। এদিন বিকেল ৫ টা নাগাদ রোড শো শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬ টার কিছু পর। খড়্গপুরের ধোবিঘাট এলাকা থেকে রোড শো শুরু হয়।

amit shah | newsfront.co
নিজস্ব চিত্র

অমিত শাহর সঙ্গে প্রার্থী ছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা তুষার মুখার্জি। বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি বেশি সংখ্যায় ছিল বিভিন্ন বাদ্যযন্ত্র, রণ পা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী ও কলা কুশলীরা।

amit shah hiran chatterjee | newsfront.co
নিজস্ব চিত্র

bjp candidates | newsfront.co

২০১৬ সালে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়ী হলেও তিনি সাংসদ হওয়ার পর ২০১৯ সালের উপ নির্বাচনে এই আসনে হেরে যায় বিজেপি প্রার্থী। জয়ী হন তৃণমূলের প্রদীপ সরকার। এবারে তিনিই আবার তৃণমূলের প্রার্থী।
খড়্গপুরের বিজেপি কর্মী সমর্থকরা চেয়েছিলেন দিলীপ ঘোষ বা বিজেপির জেলার কোনো নেতা প্রার্থী হবেন।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রোড শো তৃণমূল সাংসদ দীপক অধিকারীর

তা না হতে এক প্রকার হতাশ কর্মী সমর্থকরা। তাই এদিনের রোড শোতে কর্মী সমর্থকদের সেভাবে উচ্ছ্বাস দেখা যায়নি। এদিন রাত আটটা নাগাদ রোড শো শেষ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী খড়্গপুরের অদূরে থাকা একটি হোটেলে চলে যান। সেখানেই রাত কাটাবেন। সোমবার এখান থেকেই যাবেন ঝড়গ্রামের সার্কাস ময়দানের সভায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here