পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর বাজার চত্বরে আজ যেসব দোকানগুলো খোলা ছিল তা বন্ধ করা হয়েছে। লকডাউনের আওতায় থাকার জন্য মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সুদীপ নন্দী জানান, ‘সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা না আসার জন্য আমরা বলেছি দোকান না খুলতে। তবে যারা দোকান খুলবেন তারা নিজের দায়িত্বে খুলবেন। তবে পুলিশ যা করেছে সঠিক কাজ করেছে।
কারণ, সঠিক নির্দেশিকা এখনো অবধি আমাদের হাতে এসে পৌঁছোয় নি। আমরা গতকাল ইসলামপুর জেলার পুলিশ সুপারের কাছে সঠিক নির্দেশিকা জানার জন্য আবেদন জানিয়েছি। আজকে রায়গঞ্জে মাননীয় জেলা শাসকের কাছে একটি মিটিং হবে। সেই মিটিংয়ের পরে যে নির্দেশিকা আসবে সেই নির্দেশিকা মেনে আমরা কাজ করব।’
আরও পড়ুনঃ গ্রিন জোন বাঁকুড়ায় বাস অমিল
পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল বলেন, ‘নির্দেশিকা এখন অবধি কিছু আসেনি। তবে এলে পরেই দোকান খুলবেন দোকানদাররা।কিছু দোকানদার দোকান খুলে ছিল। বেশিরভাগ দোকানেই বন্ধ। আমরা করানোর সঙ্গে যুদ্ধ করছি। সোশ্যাল ডিসটেন্স সহ একাধিক নির্দেশিকা মানতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584